ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ঝালকাঠিতে ট্রাকচাপার ঘটনায় চালক-হেলপারের বিরুদ্ধে মামলা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ০২:১৬ পিএম, ১৮ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার

ঝালকাঠি গাবখান ব্রীজের টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় এলাকাজুড়ে ও পরিবারে চলছে শোকের মাতম। এরইধ্যে গ্রেফতার চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে বিকালে আদালতে তোলা হবে। এদিকে নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।  

বৃহস্পতিবার দুপুরে সড়ক ও পরিবহন আইনের ১০৫ ধারায় পুলিশ বাদি হয়ে সদর থানায় মামলা করে। এর আগে বুধবার রাতে চালক আল-আমিন হাওলাদার ও হেলপার নাজমুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদেরকে আজ আদালতে তোলা হবে। 

দুর্ঘটনায় নিহতদের পরিবারে ও এলাকাজুড়ে চলছে শোকের মাতম। বুধবার গাবখান ব্রীজের টোল প্লাজার কাছে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে বেশ কয়েকটি অটোরিক্সা ও একটি প্রাইভেটকারকে চাপা দিলে ঘটনাস্থলে ১৪ জন প্রাণ হারায়। পরে পরিবারের সদস্যরা সদর হাসপাতালে স্বজনদের লাশ সনাক্ত করে। 

আজ সকালে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।  

নিহতদের মধ্যে রাজাপুরের ৭ জন। এদের মধ্যে প্রাইভেটকারে থাকা রাজাপুর উপজেলার উত্তর সাউদপুড়া ও সাংঙ্গর গ্রামের একই পরিবারের ৬ জন, স্থানীয় গাড়ির চালকসহ ৭ জন নিহত হন। এই মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে চলছে শোকের মাতম। 

বুধবার দুপুরে গাবখান ব্রীজের টোল প্লাজার কাছে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে বেশ কয়েকটি অটোরিক্সা ও একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ১৪ জন প্রাণ হারান।

খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে সাদর হাসপাতালে স্বজনদের লাশ সনাক্ত করে। রাতে আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। আজ সকালে তাদের জানাজা অনুষ্ঠিত হলে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেয়।

হাসপাতাল ও পুলিশ সূত্রে নিহত যাদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- একই পরিবারের ৬ জন রাজাপুর উপজেলার সাউথপুর গ্রামের হাসিবুর রহমান (৩২), স্ত্রী নাহিদা আক্তার (২৭), তাদের সন্তান তাকিয়া (সাড়ে চার বছর), তাহমিদ (১ বছর ), সদ্য বিবাহিত ইমরান (২৬) ও তার স্ত্রী রিপা (২২)। প্রাইভেট কারের চালক রাজাপুরের উত্তমপুর গ্রামের ইব্রাহিম ফকির (৩০)। 

এছাড়া ঝালকাঠি সদর উপজেলার গাবখান গ্রামের নজরুল ইসলাম (৩৫), ওস্তাখান গ্রামের শফিকুল মাঝি (৫০) নওয়াপাড়া গ্রামের আতিকুর রহমান সাদিক (১১), কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের নুরজাহান (৭) ও তহমিনা (২৫), স্বরুপকাঠির রুহুল আমিন ও গাবখানের ভিক্ষুক শহিদুল ইসলাম (৪৫)।

এএইচ