ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

খোকসায় অবশেষে ৩১ মামলার আসামি ইউপি সদস্য গ্রেফতার

খোকসা প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১৯ এপ্রিল ২০২৪ শুক্রবার

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য সামিরুল ইসলাম পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আননূর যায়েদ জানান, গ্রেফতারকৃত নবনির্বাচিত ইউপি সদস্য সামিরুল ইসলাম ৩১ মামলার এজাহারভুক্ত আসামি। ওসমানপুর গ্রামের মোঃ শামসুদ্দিনের ছেলে।  জানাগেছে, কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উপ নির্বাচনে ইউপি সদস্য হিসাবে সামিরুল ইসলাম গত ৯ মার্চ  নির্বাচিত হন। 

গতকাল বিকাল ৪ টায়  ইউনিয়ন পরিষদ সদস্য হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করে ফিরে যাওয়ার পথে খোকসা থানা পুলিশের একটি দল উপজেলা গেট থেকে তাকে গ্রেফতার করেন। 

উল্লেখ্য উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৩১ মামলার আসামি ইউপি সদস্য সামিরুল ইসলামের গ্রেপ্তারে স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দ জোয়ার বইছে।