ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

দু’বার পিছিয়ে পড়েও এল ক্লাসিকো জিতলো রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮ এএম, ২২ এপ্রিল ২০২৪ সোমবার | আপডেট: ১১:২০ এএম, ২২ এপ্রিল ২০২৪ সোমবার

লা লিগায় মৌসুমের শেষ এল ক্লাসিকো জিতলো রিয়াল মাদ্রিদ। দুইবার পিছিয়ে পড়েও বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে শিরোপায় এক হাত দিয়ে রাখলো রিয়াল। 

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৬ মিনিটেই ক্রিস্টেনসেনের গোলে এগিয়ে যায় বার্সা। রাফিনিয়ার ক্রস থেকে দারুণ হেডে বার্সেলোনার প্রথম গোলটি করেন ক্রিস্টেনসেন। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি রিয়াল। দশ মিনিট পরই পেনাল্টি থেকে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়ুস। 

বক্সের মধ্যে লুকাস ভাসকেসকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। তাতে গোল আদায় করে নেন ভিনিসিয়ুস। এই ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৯ মিনিটে কাতালানদের আবারও লিড এনে দেন ফারমিন লোপেস। ইয়ামালের শট লুনিন ঠেকিয়ে দিলেও ফিরতি শটে গোলে এগিয়ে যায় কাতালানরা।

কিন্তু ৪ মিনিট যেতে না যেতেই রিয়ালকে ম্যাচে ফেরান ভাসকেস। ভিনির নিখুঁত ক্রসে জোরালো শট নিয়ে বার্সা গোলরক্ষক টার স্টেগানকে পরাস্ত করেন ভাসকেস।

এরপর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে দুদল। বার্সার দুর্গে একের পর এক হানা দেয় রিয়াল কিন্তু গোলের দেখা পাচ্ছিল  না তারা।

তবে যোগকরা সময়ে বেলিংহ্যামের গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। বার্সা ডিফেন্ডারকে বোকা বানিয়ে দুর্দান্ত শটে বার্সার গোলরক্ষককে পরাস্ত করেন বেলিংহ্যাম।

এই জয়ে ৩২ খেলায় ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল আর সমান ম্যাচে ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। 

এএইচ