ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

তীব্র তাপদাহে বিশ্বে ঝুঁকির মুখে ২৪০ কোটি শ্রমিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮ এএম, ২৩ এপ্রিল ২০২৪ মঙ্গলবার

তীব্র তাপদাহের প্রভাবে বিশ্বব্যাপী ঝুঁকির মুখে রয়েছে ২৪০ কোটি শ্রমিক। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র নতুন প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। 

সংস্থাটি জানায়, জলবায়ু পরিবর্তন এরইমধ্যে বিশ্বের প্রায় সব অঞ্চলের শ্রমিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে। বিশেষ করে তীব্র তাপদাহের কারণে প্রতিনিয়ত কাজ করতে গিয়ে কোনো না কোনোভাবে ক্ষতির শিকার হন শ্রমিকরা। 

গেল দুই দশকে তাপদাহের শিকার হওয়া শ্রমিকের হার ৫ শতাংশ থেকে বেড়ে প্রায় ৭১ শতাংশে পৌঁছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নিম্ন ও মধ্যআয়ের দেশগুলোতে এই ক্ষতির মাত্রা আরও বেশি। 

প্রতিবেদনে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর কথাও উল্লেখ করা হয়। বলা হয়, এসব দেশে তীব্র তাপদাহ, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সম্পদ হারানোর পাশাপাশি মানসিকভাবেও ক্ষতির শিকার হন শ্রমিকরা।

এএইচ