মালয়েশিয়ায় দুটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ১০ ক্রু নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২৩ এপ্রিল ২০২৪ মঙ্গলবার
মালয়েশিয়ায় প্রশিক্ষণ সেশনের সময় দুটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ এবং বিধ্বস্ত হয়ে ১০ নৌ ফ্লাইট ক্রু নিহত হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশটির নৌবাহিনীর মহড়া চলাকালীন হেলিকপ্টার দুটি মাঝ আকাশে বিধ্বস্ত হয়। দেশটির উদ্ধারকারী সংস্থা এ কথা জানিয়েছে।
ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সিনিয়র অপারেশন কমান্ডার সুহাইমি মোহাম্মদ সুহাইল বলেছেন, ‘ফ্লাইট প্রশিক্ষণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে এতে থাকা ১০ ক্রু’র সকলেই নিহত বলে মেডিকেল অফিসাররা নিশ্চিত করেছেন।’
দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য পেরাকের লুমুত নৌঘাঁটিতে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সংঘর্ষের পর একটি মাটিতে পড়লেও আরেকটি গিয়ে পড়ে সুইমিং পুলে। হেলিকপ্টার দুটিতে ১০ জন ক্রু সদস্য ছিলেন।
এএইচ