ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

পাকিস্তানে সাংবাদিকদের হত্যার হুমকির দ্রুত নিরপেক্ষ তদন্ত চায় সিপিজে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২৭ এপ্রিল ২০২৪ শনিবার | আপডেট: ১১:৪৭ পিএম, ৬ মে ২০২৪ সোমবার

পাকিস্তানে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার হুমকি ও অনলাইনে হয়রানির ঘটনাগুলো সরকারকে দ্রুত, নিরপেক্ষভাবে তদন্তের অনুরোধ জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নলিস্ট (সিপিজে)।

পাকিস্তানি উপস্থাপক হামিদ মীরের ঘটনার ওপর জোর দিয়ে সাংবাদিকদের ওপর হুমকির ঘটনাগুলো তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। জিও নিউজ জানিয়েছে, উপস্থাপক হামিদ মীর অনলাইনে তার এক মন্তব্যের জেরে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ওই ঘটনা পাকিস্তানি কর্তৃপক্ষকে তদন্তের অনুরোধ করেছে সিপিজে। হামিদ মীরের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। ৫৭ বছর বয়সী হামিদ মীর জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ শো এর উপস্থাপক।

সিপিজেকে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একাধিক মৃত্যুর হুমকি পেয়েছেন। তার জীবন হুমকির মধ্যে রয়েছে বলে সতর্কবার্তা পাঠানো হয়েছে তাকে। এ ঘটনায় গত সপ্তাহে মীর ইসলামাবাদে পুলিশের কাছে অভিযোগও করেন। তবে এখন পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি। তদন্তও শুরু হয়নি। মীর সিপিজেকে বলেন, গত সপ্তাহে ইসলামাবাদে তার বাড়ির কাছে গাড়িতে থাকার সময়ে অন্তত দুজন ব্যক্তি তার ছবি তোলেন। বিষয়টি যখন তিনি বুঝতে পারেন, ওই ব্যক্তিরা দৌড়ে চলে যান।

সিপিজের এশিয়া প্রোগ্রামের সমন্বয়কারী বেহ লিহ ই বলেন, “পাকিস্তানের অন্যতম প্রধান টেলিভিশন অ্যাঙ্কারের বিরুদ্ধে হুমকি এবং অনলাইন ঘৃণামূলক প্রচার পাকিস্তানে সাংবাদিকদের প্রতি ভীতি প্রদর্শন এবং চাপের তীব্রতাকেই তুলে ধরে। হামিদ মীরকে যারা থামাতে চায় তাদের বিরুদ্ধে অবিলম্বে পাকিস্তান নিরাপত্তা সংস্থাগুলোকে ব্যবস্থা নিতে হবে এবং তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।”