ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ভারত পরাশক্তির স্বপ্ন দেখছে, আমরা দেউলিয়া না হওয়ার প্রার্থনা করছি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৪ শনিবার | আপডেট: ১১:৩৩ পিএম, ২ মে ২০২৪ বৃহস্পতিবার

ভারত যখন একটি পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখছে, পাকিস্তান সেসময় দেউলিয়া হওয়া এড়াতে প্রার্থনা করছে বলে মন্তব্য করেছেন জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রেহমান।

পাকিস্তানের এই অবস্থার জন্য দায়ী কে, সেই প্রশ্ন রেখেছেন বিরোধীদলীয় এই নেতা পাকিস্তানের জাতীয় নির্বাচনের পর জাতীয় পরিষদে (এনএ) উদ্বোধনী বক্তৃতায় ভারতের সঙ্গে এই বৈপরীত্য তুলে ধরেন ফজলুর রেহমান।

পরোক্ষভাবে পাকিস্তানের সেনাবাহিনীর সমালোচনা করে তিনি বলেন, পর্দার আড়ালে গোয়েন্দা বাহিনী কলকাঠি নাড়ছে। নির্বাচিত কর্মকর্তাদের পুতুল বানিয়ে রেখেছে।দেয়ালের বাইরের শক্তি আমাদের নিয়ন্ত্রণ করছে। তারাই সিদ্ধান্ত নিচ্ছে। বর্তমান পার্লামেন্টের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ফজলুর রহমান পার্লামেন্ট সদস্যদের নীতি আপস ও 'গণতন্ত্র বিক্রি করার' অভিযোগ তুলেছেন। পার্লামেন্ট সত্যিকার অর্থে পাকিস্তানের জনগণের প্রতিনিধিত্ব করছে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, "আমরা আর কতদিন আপস করে চলব। আইনপ্রণেতা নির্বাচিত হতে আমরা আর কতদিন বাইরের শক্তির সাহায্য নেব।" ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগও তোলেন তিনি।