ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

পাকিস্তানে নারীর প্রতি সহিংসতায় এআই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ২৭ এপ্রিল ২০২৪ শনিবার | আপডেট: ০৪:৩৯ পিএম, ২৯ এপ্রিল ২০২৪ সোমবার

পাকিস্তানের নারী ও প্রান্তিক গোষ্ঠীর ওপর প্রযুক্তি ভিত্তিক সহিংসতার ঘটনা বেড়েছে । গত বছর এমন আড়াই হাজার সহিংসতার খবর উঠেছে ডিজিটাল রাইটস ফাউন্ডেশনের (ডিআরএফ) প্রতিবেদনে।

ডন জানিয়েছে, ওই বছরে উদ্বেগজনক প্রবণতা ছিল জাতীয় নির্বাচনের কাছাকাছি সময়ে নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’র ব্যবহার। এআই ব্যবহার করে বিভিন্ন কনটেন্টের মাধ্যমে নারীর প্রতি অপপ্রচার চালানো হয়। ডিআরএফ তাদের সাইবার নির্যাতন হেল্পলাইনের ভিত্তিতে ২০২৩ সালের চিত্র তুলে ধরেছে।

এ নিয়ে সপ্তমবারের মত প্রতিবেদন প্রকাশ করেছে ডিআরএফ। তাদের হিসাবে, গত বছর ২ হাজার ৪৭৩টি অভিযোগ জমা পড়ে হেল্পলাইনে। প্রতিমাসে গড়ে ২০৬টি অভিযোগ জমা পড়ে। এক বিজ্ঞপ্তিতে ডিআরএফের নির্বাহী পরিচালক নিঘাত দাদ বলেন, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের প্রতি প্রযুক্তি ভিত্তিক সহিংসতার ঘটনা ২০২৩ সালে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। উদ্বেগের আরেকটি বিষয় হল- এআই কনটেন্টের মাধ্যমে জনসমক্ষে সহিংসতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিশেষ নারী সাংবিদকরা এ ধরনের সহিংসতার শিকার হচ্ছেন। এসব ঘটনায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সামগ্রিক সুরক্ষা ও সহায়তা প্রয়োজন।