ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সবুজ প্রযুক্তিই কমাতে পারে তাপমাত্রা (ভিডিও)

শিউলি শবনম, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৮ এপ্রিল ২০২৪ রবিবার

দিনে দিনে বাড়ছে তাপমাত্রার পারদ; অসহনীয় এই তাপমাত্রা নিয়ন্ত্রণে কংক্রিটের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব উন্নয়ন ও সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 

বলছেন, পরিবেশ সুরক্ষায় বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়ের পাশাপাশি প্রয়োজন জরুরি রাজনৈতিক সদিচ্ছা। একইসাথে সামাজিক আন্দোলন গড়ে তোলারও পরামর্শ দিচ্ছেন তারা।

তাপদাহের এই উর্ধমুখী পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য যেমন কমে আসবে, তেমনি সবসময় অনুভূত হবে তীব্র গরম। 

বিশেষজ্ঞরা বলছেন, দেশে তাপমাত্রা বাড়ার জন্য জলবায়ু পরিবর্তন যতটা দায়ী তার চেয়ে অনেক বেশি দায়ী অপরিকল্পিত নগরায়ন, বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। 

পরিবেশকে গুরুত্ব না দিয়ে অপরিকল্পিত উন্নয়ন করায় সেই উন্নয়ন এখন দূর্যোগের কারণ হয়ে উঠছে বলে মনে করছেন তারা। তাপমাত্রা বাড়াকে দূর্যোগ ঘোষণা দিয়ে শিগগিরই অগ্রাধিকারের ভিত্তিতে কর্মপরিকল্পনা তৈরির তাগিদ পরিবেশবাদীদের। 

বিশেষজ্ঞরা বলছেন, ফ্রান্স, ভিয়েতনামসহ বিশে^র উন্নত দেশগুলো এখন ইট-কংক্রিটের বাড়ি নির্মাণ থেকে সরে এসে মাটি ও কাঠের বাড়ি তৈরির দিকে ঝুঁকছে। এসি, ফ্যানের ব্যবহার ছাড়াই প্রাকৃতিক উপায়ে শীতাতপ নিয়ন্ত্রিত থাকে সেসব বাড়ি। 

তাপদাহ কমাতে অবকাঠামো নির্মাণে সবুজ প্রযুক্তি ব্যবহারের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নির্বিচারে কংক্রিট ব্যবহারের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক বা সবুজ ইট, পাহাড় ধস কিংবা বাঁধ রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার বাড়ানোর তাগিদ তাদের। 

পাশাপাশি নদ-নদী, পুকুর, লেক, পার্কসহ বিভিন্ন সম্পদের সুষ্ঠু ব্যবহার জরুরি উলে­খ করে শহর থেকে গ্রামের প্রতিটি ফাঁকা জায়গায় বৃক্ষ রোপনের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

এমএম//