ঢাকায় পটিয়া সমিতির ঈদ পুনর্মিলনী ও মেজবান অনুষ্ঠিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ২৮ এপ্রিল ২০২৪ রবিবার

ঢাকায় বসবাসরত চট্টগ্রামের পটিয়া উপজেলার গণমানুষের সামাজিক সংগঠন ‘পটিয়া সমিতি’র ঈদ পুনর্মিলনী ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দক্ষিণ চট্টগ্রামে একটি ভালো মানের হাসপাতাল হলে চট্টগ্রামসহ কক্সবাজার ও বান্দরবানের মানুষও উপকৃত হবে বলে মন্তব্য করেছেন এসআলম গ্রুপ ও একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঈদ পুনর্মিলনী ও মেজবান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার সৈয়দ হাবিব হাসনাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, কোষাধ্যক্ষ এডভোকেট নুরুল হুদা আনচারী, সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদ, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন চৌধুরী হিরো প্রমুখ।
এসময় বাংলাদেশের প্রাচীন উপজেলার নানা তথ্য সমৃদ্ধ স্মরণিকা ঐতিহ্যের মোড়ক উন্মোচন করা হয়। পরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজাবানে অংশ নেন বিশিষ্ট জনেরা।
খাবার শেষে আবদুল করিম সাহিত্যবিশারদ এবং আবদুল গফুর হালির জন্মভূমি চট্টগ্রামের পটিয়ার মানুষ কে আনন্দে মাতোয়ারা করতে সঙ্গীতশিল্পী সুস্মিতা আক্তার ‘মধু হই হই এবং নাম ঠিকানা জানা নাই’ গান পরিবেশন করেন।
গ্রান্ড মাস্টার বাবু গেয়েছেন ‘শ্রাবণের মেঘ গুলি জড়ো আকাশে’ গানটি। উত্তরবঙ্গের দিনাজপুরের সঙ্গীত শিল্পী তনুশ্রী রায় ‘আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে, বন্ধু তুই লোকাল বাস’ সহ কয়েকটি গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।
এএইচ