বাইউইন এর তিন মডেলের এসএসডি এখন বাংলাদেশে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ২৮ এপ্রিল ২০২৪ রবিবার
লেনোভো-ব্র্যান্ডের সর্বশেষ তিনটি এসএসডি বাংলাদেশে বিপনন শুরু করেছে চীনা ফ্লাশ ড্রাইভ প্রস্তুতকারি প্রতিষ্ঠান বাইউইন।
প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির বহুজাতিক বিপনন অংশীদার ইন্টিলিজেন্ট টেকনোলজি ট্রেডার্স লিমিটেডের এর মাধ্যমে শনিবার রাজধানীর একটি হোটেলে এক মিট দ্যা প্রেস অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে অবমুক্ত করা হয়।
একইসঙ্গে আনুষ্ঠানিকভাবে ঢাকায় ইন্টিলিজেন্ট এর আঞ্চলিক অফিসেরও ঘোষণা দেয়া হয়। বাইউইন ভারতের কনজিউমার বিজনেস বিভাগের কান্ট্রিম্যানেজার রাজেশ খুরানা এই ঘোষণা দেন। বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে দায়িত্ব দেয়া হয় এ এস এম মোস্তফা মনোয়ার সাগর-কে।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপন করায় লেনেভো ল্যাপটপ ও পিসি ব্যবহারকারীরা এখন থেকে ফ্লাশ ড্রাইভের যে কোনো সমস্যায় তাৎক্ষণিক বিক্রয়োত্তর সেবা পাবেন। ইন্টিলিজেন্ট বাংলাদেশ অফিস স্খানীয় পরিবেশকদের মাধ্যমে ব্র্যান্ড পিসি ছাড়াও পাইকেরি ফ্লাশ ড্রাইভ সরবরাহ করবে। বিক্রয়কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং বাজার সম্প্রসারণে কাজ করবে। বাংলাদেশ অফিসে এখন ৫ জন কর্মী রয়েছে। দু’ এক বছরের মধ্যে এই সংখ্যা ২০ এ উন্নীত করা হবে।
/আআ/