দু’মাস পর ইলিশ ধরার উৎসবে ভোলার জেলেরা
ভোলা প্রতিনিধি
প্রকাশিত : ০২:২৭ পিএম, ১ মে ২০২৪ বুধবার
দু'মাস পর ইলিশ ধরার উৎসবে মেতে উঠেছেন ভোলার জেলেরা। আর এতেই কর্মব্যস্ত হয়ে পড়েছেন বেকার জেলেরা। এতে সরগরম হয়ে উউঠেছে আড়ৎগুলো। জেলে-পাইকার আর আড়ৎদারদের হাক ডাকে মুখরিত মাছের ঘাট।
তবে প্রথমদিন ঝাঁকে ঝাঁকে ইলিশ না পেলেও যে পরিমাণ ইলিশ পাচ্ছেন তা নিয়ে সন্তুষ্ট অনেকেই। অনেকেই আবার হতাশ।
তবে বৃষ্টি হলে ইলিশের উৎপাদন আরও বাড়ার কথা জানিয়েছে মৎস্যবিভাগ
ইলিশের অভয়াশ্রম রক্ষায় নিষেধাজ্ঞা থাকায় এতোদিন মাছ শিকারে যাননি ভোলার উপকূলের জেলেরা। মঙ্গলবার রাত ১২টার পর থেকে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নদীতে ইলিশ ধরার উৎসবে মেতেছেন তারা। তাদের আহরিত ইলিশ ঘাটে বিক্রি হচ্ছে আর তাই মুখরিত হয়ে উঠেছে ইলিশের আড়ৎ।
তবে প্রথমদিন যে পরিমাণ ইলিশ পাচ্ছেন তা নিয়ে সন্তুষ্ট জেলেরা। অনেকেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।
এ বছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৫ হাজার মেট্রিক টন।
এএইচ