ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করল তুরস্ক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২২ এএম, ৩ মে ২০২৪ শুক্রবার
ফিলিস্তিনের গাজায় চলমান হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক।
গাজায় মানবিক বিপর্যয় চলছে উল্লেখ করে তুরস্কের পক্ষে এ ঘোষণা দেয়া হয় বলে বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।
তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, যতক্ষণ না ইসরায়েল গাজায় নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত সাহায্যের অনুমতি দেয় ততক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে।
গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্য ছিল প্রায় ৭ বিলিয়ন ডলারের মতো।
বাণিজ্য স্থগিতের ঘোষণার পর প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে ‘স্বৈরশাসকের’ মতো আচরণ করার অভিযোগ করেছেন।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক্সে একটি পোস্টে অভিযোগ করে লিখেছেন, তুরস্কের জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিও ভঙ্গ হয়েছে।
এক বিবৃতিতে তুরস্ক জানিয়েছে, বাণিজ্য স্থগিতের মধ্যে সব ধরনের পণ্যের বাণিজ্য অন্তর্ভুক্ত হবে। ইসরায়েল সরকার গাজায় নিরবচ্ছিন্ন এবং পর্যাপ্ত মানবিক সাহায্যের অনুমতি না দেয়া পর্যন্ত তুরস্ক কঠোরভাবে এই নতুন পদক্ষেপ বাস্তবায়ন করবে।
১৯৪৯ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্ক ইসরাইলকে স্বীকৃতি দেয়। কিন্তু বেশ কয়েক বছর ধরে দু দেশের সম্পর্কের অবনতি হয়েছে। ২০১০ সালে তুরস্ক ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
এমএম//