ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

প্রয়োজনে শুক্রবারও ক্লাস: শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ৫ মে ২০২৪ রবিবার | আপডেট: ০৪:২০ পিএম, ৫ মে ২০২৪ রবিবার

শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রোববার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুকে পেজে তাকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন কারিকুলামের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।

তাপদাহে কয়েক দফা শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি ও আংশিক বন্ধ রাখার পর রোববার থেকে পাঠদান শুরু হয়েছে।

কেআই//