ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৪ ১৪৩১

র‌্যাব-১৩-এর পৃথক অভিযানে ১৪৯১ বোতল ফেন্সিডিলসহ আটক ৩ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩০ পিএম, ৬ মে ২০২৪ সোমবার

র‌্যাব-১৩ পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৪৯১ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। সোমবার ৬ মে এসব অভিযান পরিচালনা করা হয়।

সোমবার সকাল আনুমানিক ৫.৪৫টার সময় সিপিসি-২, নীলফামারী এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন দক্ষিণ বালাপাড়া গ্রামস্থ মোঃ মাজেদ আলী, পিতা মোঃ আছিম সাং-দক্ষিণ বালাপাড়া এর ভুট্টা ক্ষেতের মাঝে অভিযান পরিচালনা করে ১,০০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ ফারুক মিয়া (৪৮)-কে গ্রেফতার করা হয়।

এর কিছুক্ষণ পরেই অপর একটি অভিযানে দুপুর সকাল আনুমানিক ৭.৫০ ঘটিকায় সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন বড়াইপুর কারেঙ্গাতলি গ্রামস্থ জনৈক বুদু (৪০), পিতা-মৃত ভাঙ্গি এর মুদি দোকানের সামনে মোহনপুর টু দিনাজপুর গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে পিকআপ ভর্তি খড়ের গুড়ার বস্তার মধ্যে ৪৯১ বোতল ফেন্সিডিলসহ মহানগরী ঢাকার পল্লবী থানা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ১. মাইন উদ্দিন (৩৫),  ২. হেদায়েত উল্লাহ আকাশ (২৫)-কে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লালমনিরহাট জেলার আদিতমারী থানায় এবং দিনাজপুর জেলার কোতয়ালি থানায় র‌্যাব বাদী হয়ে দুটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 
কেআই//