ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৪ ১৪৩১

গোপন বৈঠক: ৫ প্রিজাইডিং কর্মকর্তাসহ মূলহোতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১১ এএম, ৭ মে ২০২৪ মঙ্গলবার | আপডেট: ১১:১৬ এএম, ৭ মে ২০২৪ মঙ্গলবার

রাতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের জরুরি সংবাদ সম্মেলন

রাতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের জরুরি সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে গোপন বৈঠকের অভিযোগে ৮ প্রিজাইডিং কর্মকর্তাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ৫ প্রিজাইডিং কর্মকর্তাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। এরপর রাত ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত প্রিজাইডিং কর্মকর্তারা হলেন, যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলাম, এসবি রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওমর আলী কওমি মহিলা মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক ও এসবি রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোঃ আবুসামা, বাহুকা ডিগ্রি কলেজের প্রভাষক ও বনবাড়িয়া পাইকপাড়া মডেল স্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বাচ্চু কুমার ঘোষ, জনতা ব্যাংক এস বি ফজলুল হক সড়ক শাখার জ্যেষ্ঠ প্রিন্সিপাল কর্মকর্তা ও হরিয়াণা বাগবাটি স্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ইয়াসিন আরাফাত। 

সেইসঙ্গে এই গোপন বৈঠকের মূল আয়োজক শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আমিনুর ইসলামকেও আটক করা হয়েছে।

জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, রোববার সন্ধ্যায় নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে প্রার্থীর সাথে প্রিজাইডিং কর্মকর্তাদের গোপন বৈঠকের অভিযোগেটির প্রমাণিত হয়েছে। যে কারণে ইতিমধ্যে অভিযুক্ত প্রিজাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে সদর থানার এ সংক্রান্ত মামলা হয়েছে। এ মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। 

ইতিমধ্যে ১০টি ভোট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাদের পরিবর্তন করে নতুন প্রিসাইডিং কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ৮ জন প্রিজাইডিং কর্মকর্তাসহ অজ্ঞাত আরও ২০ জনের সংখ্যা উল্লেখ করে উপজেলা নির্বাচন আচরণ বিধি ২১৩ এর ৬৯,৭০,৭১ উপধারা ও পনালকোড ১৭১ ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছে। সেইসঙ্গে অভিযুক্ত প্রার্থীর কারণ দর্শানোর নোটিশের জবাবসহ এ সংক্রান্ত একটি প্রতিবেদন পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, ভিডিও ফুটেজ ও প্রযুক্তির ব্যবহার করে ওই ঘটনার সঙ্গে যুক্ত ১০ জনকে আমরা সনাক্ত করতে পেরেছি। যার মাধ্যমে এই গোপন বৈঠকের আয়োজন করা হয়েছে সেই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে পাঁচজন প্রিজাইডিং কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতার করতে পুলিশের অভিযানে চলছে। 

পরবর্তীতে এই ঘটনার সাথে আরও যে বা যারা জড়তি তাদের নাম প্রকাশ করা হবে। তদন্ত চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। 

জানা যায়, রোববার দিবাগত রাত নয়টা দিকে সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে এক চেয়ারম্যান প্রার্থীর বৈঠক করার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া কাদাই পার্কের ভেতরে নবনির্মিত রিসোর্টে এই অভিযান চালানো হয়। তবে পুলিশ কাউকে খুঁজে পায়নি। এ ঘটনায় পুলিশ পার্কের তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এ ছাড়া পার্কের মূল ফটকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ জব্দ করে। 

পরে ভিডিও ফুটেজ দেখে ও পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদের পর এই ঘটনার সত্যতা পাওয়া যায়। 

এর আগে রোববার রাতে এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার বর্তমানে চেয়ারম্যান ও উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিনকে ১২ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় রিটার্নিং কর্মকর্তা। 

এএইচ