ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

প্রথম ধাপে ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৫ এএম, ৮ মে ২০২৪ বুধবার

ষষ্ঠ উপজেলা নির্বাচনে ঠাকুরগাঁওয়ের দুটি উপজেলায় প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। 

আজ বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে জেলার বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৯০ কেন্দ্রের ৮০৮টি কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

বালিয়াডাঙ্গী উপজেলায় চেয়ারম্যান পদে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্জ মো. দবিরুল ইসলামের দুই ভাই অর্থাৎ বর্তমান সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম সুজনের দুই চাচাসহ মোট চার জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে শীমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

অন্যদিকে হরিপুর উপজেলায় চেয়ারম্যান পদে চার জন, ভাইস চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বালিয়াডাঙ্গী উপজেলায় পরুষ ভোটারের সংখ্যা ৮২ হাজার ৯৫৪ ও মহিলা ৭৭ হাজার ৯০৯ জন। মোট ১ লাখ ৬০ হাজার ৮৬৩ জন ভোটার ও হরিপুর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৩৬৯ ও মহিলা ভোটারের সংখ্যা ৫৮ হাজার ১২৮ জন।

এসব ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ৮ প্লাটুন বিজিবি, এক উপজেলায় ১৬ জন করে দুই উপজেলায় ৩২ জন র‌্যাব, প্রতি উপজেলায় তিনটি দুই উপজেলায় মোট ৬টি গাড়িতে আনসার বাহিনী টহলে আছে।

এছাড়াও বালিয়াডাঙ্গীতে ৮ জন ম্যাজিস্ট্রেট ও হরিপুরে ৫ জন। মোট ১৩ জন ম্যাজিস্ট্রেট এবং দুই উপজেলায় মোট ৫৮৭ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বালিয়াডাঙ্গীতে ৩৫৭ জন ও হরিপুরের কেন্দ্রে ২৩০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সকাল সকাল কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও ধারণা করা হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে।

এএইচ