ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

চার ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৪ এএম, ৯ মে ২০২৪ বৃহস্পতিবার

পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি রেলস্টেশনের কাছে একটি বগি লাইচ্যুতির ঘটনায় চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে ঢাকাগামী আন্তঃনগর বুড়িমাড়ী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বগি লাইনচ্যুত হওয়ায় আটকে পড়ে কয়েকটি আন্তঃনগর ট্রেন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এএইচ