ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

ভালুকায় দেশীয় অস্ত্র, পিকআপ ভ্যানসহ ৩ ডাকাত আটক

ভালুকা প্রতিনিধি

প্রকাশিত : ০৬:৫১ পিএম, ১১ মে ২০২৪ শনিবার

ডাকাতির প্রস্তুতির সময় ভালুকায়  দেশীয় অস্ত্র ও ১টি পিকআপ ভ্যানসহ ৩ ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। পুলিশ জানায় শুক্রবার (১০মে) গভীর রাতে ভালুকা মডেল থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে উপজেলার ভান্ডাব এলাকায় এসএনএস সিএনজি পাম্পের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়। 

আটককৃত ৩ ডাকাত, ভালুকা উপজেলার মেদুয়ারি গ্রামের আ: সালামের ছেলে কাইয়ুম (৩০), বর্তা গ্রামের মৃত আলাল মিয়ার ছেলে শান্ত মিয়া (২৫) ও বিরুনিয়া গ্রামের মৃত এলাহী শেখের ছেলে আল আমিন শেখ (২৬)  আটক এই ৩ ডাকাত  দীর্ঘদিন ধরে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ এলাকায় চুরি, ডাকাতিসহ একাধিক অপরাধের সাথে জড়িত ছিলো বলেও পুলিশ জানায়।  তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক সহ একাধিক মামলা রয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ  করা হয়েছে।