ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো-গুয়েতেমালা সীমান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩ পিএম, ১২ মে ২০২৪ রবিবার

মেক্সিকো-গুয়েতেমালা সীমান্তের কাছে ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১২ মে) সকালের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ৭৫ কিলোমিটার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেক্সিকোর ন্যাশনাল সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে গুয়েতেমালায় বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশটির দুর্যোগ এজেন্সি কনরেড কুয়েটজালতেনাঙ্গো ও সান মার্কো বিভাগে কাঠামোগত ক্ষতির কথা জানিয়েছে। তাছাড়া একটি ভূমিধসেরও ঘটনা ঘটেছে।

মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা ও মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো ঝুঁকি নেই।

কেআই//