ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

যুবলীগ নেতা জামাল হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০২:৪০ পিএম, ১৩ মে ২০২৪ সোমবার

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার দুপুরে নগরীর শাকতলা র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।

র‌্যাব জানায়, আজ সোমবার ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসনগাছা থেকে চৌদ্দগ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন খন্দকার মফিজুর রহমান (৫২) ও মোঃ রেজাউল করিম বাবলু (৪২)। 

অপর অভিযানে সদর দক্ষিণ এলাকা হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আবু বকর সিদ্দিককে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ