ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

স্থায়ী বেড়িবাঁধ, বাঁচার স্বপ্নে উচ্ছ্বসিত লাখো বাসিন্দা

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর থেকে

প্রকাশিত : ১১:৪৩ এএম, ১৪ মে ২০২৪ মঙ্গলবার | আপডেট: ১১:৪৪ এএম, ১৪ মে ২০২৪ মঙ্গলবার

আড়িয়াল খাঁ নদের ভাঙন ঠেকাতে মাদারীপুরের শিবচরে নির্মিত হচ্ছে সাড়ে ছয় কিলোমিটারের স্থায়ী বেড়িবাঁধ। নতুনভাবে জীবন সাজানোর স্বপ্ন দেখছেন নদীপারের পাঁচ ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দা। বাঁধটিতে রক্ষা পাবে পদ্মাসেতু ঘিরে গড়ে উঠা উন্নয়ন প্রকল্পগুলোও।

গত এক দশকে আড়িয়াল খাঁ নদের ভাঙনে বিলীন হয়েছে শিবচর উপজেলার শত শত ঘরবাড়ি, সরকারি-বেসরকারি স্থাপনা, স্কুল, হাট-বাজার। নিঃস্ব হয়েছে শত শত পরিবার। বর্ষায় পানি বাড়তে শুরু করলেই আতঙ্কে দিন কাটাতে হয় এ জনপদের মানুষকে। 

উপজেলার বহেরাতলা, শিরুয়াইল, নিখলী, দত্তপাড়া ও সন্ন্যাসীরচর ইউনিয়নকে রক্ষায় নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে স্থায়ী বেড়িবাঁধ। 

২শ’ ২২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে ৮০ শতাংশ। আগামী বছরের জুনে নির্ধারিত মেয়াদের আগেই সব কাজ শেষে আশাবাদী ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রকল্প ব্যবস্থাপক শেখ হুমায়ুন কবির বলেন, “কাজ প্রায় শেষের দিকে, আগামী বছরের ১ মে মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে।”

নতুন এই বাঁধ ঘিরে নদীভাঙনের ভয়াল স্মৃতি ভুলে নতুন করে বাঁচার স্বপ্নে উচ্ছ্বসিত লাখো বাসিন্দা। 

তারা জানান, এখন যে বেড়িবাঁধটি হচ্ছে যাদের সম্পদ আছে তাদের জন্য ভালো হবে। কেননা পরবর্তীতে আর ভাঙবে না। এ বাঁধের কারণে আমাদের মনে সাহস বেড়েছে।

যথাযথ মানরক্ষা করে বাঁধটি নির্মাণে নদীভাঙনে বাধাগ্রস্ত হবে না পদ্মাসেতু ঘিরে চলমান উন্নয়নযজ্ঞও। 

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সানাউল কাদের খান বলেন, “আশেপাশে যেসব সরকারি সম্পত্তি আছে, ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি আছে এগুলো রক্ষা পাবে।”

মানুষের জীবনযাত্রার মান বেড়ে বিস্তীর্ণ জনপদে খুলবে সমৃদ্ধি ও সম্ভাবনার নতুন দুয়ার- বলছেন বিশেষজ্ঞরাও। 

এএইচ