বিশ্বকাপ যাত্রার আগে আনুষ্ঠানিক ফটোসেশন নাজমুল-সাকিবদের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:১৮ পিএম, ১৫ মে ২০২৪ বুধবার
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ রাতে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৈশ্বিক টুর্নামেন্টের আগে অবশ্য প্রস্তুতির অংশ হিসেবে আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি সিরিজ খেলবেন নাজমুল হোসেন-সাকিব আল হাসানরা।
এই সিরিজের জন্য আগেভাগে দেশ ছাড়ার আগে আজ (বুধবার) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেয় বিশ্বকাপ দলে ডাক পাওয়া ১৫ ক্রিকেটার। এ ছাড়া এই ফটোসেশনে ছিলেন কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফের সদস্যরা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
কেআই//