ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

গাজীপুরে আগুনে পুড়লো অর্ধশতাধিক ঘর

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৫ এএম, ১৬ মে ২০২৪ বৃহস্পতিবার

গাজীপুরের ভোগড়া এলাকায় আগুনে পুড়ে গেছে দোকানসহ কলোনির অর্ধশতাধিক টিনশেড ঘর।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১ ঘণ্টা চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে।

ফায়ার সার্ভিম জানায়, গাজীপুরের ভোগড়ার পেয়ারা বাগান এলাকায় রাত তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণ আনে। এ সময় আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি দোকানসহ কলোনির অর্ধ শতাধিক টিনশেড ঘর। 

আগুন নেভাতে গিয়ে একজন আহত হয়েছেন।

ভোগড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ রুহুল আমিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এএইচ