ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

গুলিবিদ্ধ স্লোভাকিয়া প্রধানমন্ত্রীর অবস্থার উন্নতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৬ মে ২০২৪ বৃহস্পতিবার

দুর্বৃত্তের হামলা গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সাড়ে তিন ঘণ্টার সফল অস্ত্রোপচারের পর তিনি কিছুটা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পরিবেশমন্ত্রী টমাস তারাবা।

ফিকোর ওপর বন্দুক হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। মূল কারণ জানতে সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছেন বিশ্ব নেতারা। 

এ হামলাকে ভয়াবহ সহিংসতা বলে নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দানবীয় অপরাধ আখ্যা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। 

এদিকে, প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হওয়ায় অনির্দিষ্টকালের জন্য পার্লামেন্ট অধিবেশন স্থগিত করেছে স্লোভাকিয়া কর্তৃপক্ষ। 
বুধবার হ্যান্ডলোভা শহরে প্রধানমন্ত্রী ফিকোকে গুলি করার পর ৭১ বছর বয়সী হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি একজন লেখক এবং সাবেক রাজনৈতিক কর্মী। 

হামলায় ফিকোর পেটে, বাহু এবং পায়ে মোট পাঁচটি গুলি লাগে।

এএইচ