নিজেদের শেষ ম্যাচেও হারলো মুম্বাই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৭ এএম, ১৮ মে ২০২৪ শনিবার
আইপিএলে নিজেদের শেষ ম্যাচেও হারলো মুম্বাই। ১৮ রানে জিতেও বাদ পড়লো লক্ষ্ণৌ সুপার জায়ান্ট।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান তোলে লক্ষ্ণৌ। জবাব দিতে নেমে ১৯৬ রানে থেমে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।
প্রথম ব্যাট করে হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক কে এল রাহুল ও নিকোলাস পুরান। ৫৫ রান করেন রাহুল। আর ২৯ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন পুরান। এছাড়া মার্কোস স্টোইনিস করেন ২৮ রান।
জবাবে, দুর্দান্ত শুরু করে মুম্বাই। রোহিত শর্মা ও ব্রেভিসের ওপেনিং জুটিতে আসে ৮৮ রান। তবে এ জুটি ভাঙার পর রবি বিষ্ণয় ও নাভিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যে পৌঁছাতে পারেনি মুম্বাই।
শেষে নমন ধীরের ২৮ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংসে হারের ব্যবধান কমায় হার্দিক পান্ডিয়ার দল।
এই জয়ের ফলে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট হল লক্ষ্ণৌর। একই পয়েন্ট রয়েছে দিল্লি এবং চেন্নাইয়ের। আজ শনিবার চেন্নাই জিতলে তারা ১৬ পয়েন্ট পেয়ে কোনো হিসেব ছাড়াই প্লে-অফে চলে যাবে। অন্যদিকে, বেঙ্গালুরু জিতলে ১৪ পয়েন্ট হবে দুই দলেরই। তখন দেখা হবে নেট রান রেট।
এএইচ