ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

দুর্ঘটনার পর রাইসির হেলিকপ্টার থেকে জরুরি ফোন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২ এএম, ২০ মে ২০২৪ সোমবার

হেলিকপ্টার দুর্ঘটনার পর এখনও নিখোঁজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তবে র্ঘটনার কবলে পড়ার পর প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারা হেলিকপ্টার থেকে জরুরি ফোনকল করেছিল বলে জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি।

স্থানীয় সময় রোববার সীমান্তবর্তী শহর জোলফারের কাছে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় কারণে রাইসির হেলিকপ্টারটি বিপজ্জনকভাবে অবতরণ করে বলে জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। 

এদিকে হেলিকপ্টারটি খুঁজতে এ পর্যন্ত ৪০টি দল অংশ নিলেও বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টি ও কুয়াশার কারণে হেলিকপ্টার ও আরোহীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অঞ্চলটিতে ৫ মিটারের বেশি দূরত্বে দেখা যাচ্ছে না বলে জানিয়েছে তেহরান।  

এদিকে, দুর্ঘটনার কবলে পড়ার পর প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারা হেলিকপ্টার থেকে জরুরি ফোনকল করেছিল বলে জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি। তবে কথা শেষ করার আগেই সংযোগ বিচ্ছিন হয়ে পরে। তাই ইরান কর্তৃপক্ষের ধারণা এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি। 

সীমান্তবর্তী অঞ্চলে বাঁধ উদ্বোধন করতে পূর্ব আজারবাইজান প্রদেশে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। যেখান থেকে ফেরার পথে প্রতিকূল আবহাওয়ার কারণে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি।

হেলিকপ্টারটিতে রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। 

এদিকে, রাইসি মারা গেলে ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার ।

এএইচ