ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

ইরানের বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮ পিএম, ২০ মে ২০২৪ সোমবার | আপডেট: ১২:২০ পিএম, ২০ মে ২০২৪ সোমবার

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দোল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের দুর্ঘটনাস্থলের ভিডিও প্রকাশিত হয়েছে। ড্রোনে ধারণ করা ভিডিওটি  সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশ করেছেন আল-জাজিরার সাংবাদিক আলি হাশেম। 

সোমবার  প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি পিছনের অংশ ছাড়া কিছুই অবশিষ্ট নেই।

ইরানের একাধিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, ওই হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন।

বিধ্বস্ত হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন। 

বিধ্বস্ত হেলিকপ্টারটিতে আরোহীরা

আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর রোববার আজারবাইজান থেকে ইরান ফেরার পথে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ইরানি কর্তৃপক্ষ বলেছে, কিছু মৃতদেহ এতটাই পুড়েছে গেছে যে এগুলো শনাক্ত করার মতো অবস্থায় নেই। দুর্ঘটনাস্থলে কাদের মৃতদেহ রয়েছে তা শনাক্ত করা যায়নি।

এদিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ানের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার পর ইরানের মন্ত্রিসভা জরুরি বৈঠক ডেকেছে।

এএইচ