ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ২০ মে ২০২৪ সোমবার | আপডেট: ০৭:০০ পিএম, ২০ মে ২০২৪ সোমবার

জনতা ব্যাংক, কক্সবাজার এরিয়া অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আমিনুল রসূল (৪৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সোমবার (২০ মে) সকালে কক্সবাজারে ব্যাটারি চালিত টমটম দুর্ঘটনায় প্রাণ হারান এই ব্যাংক কর্মকর্তা।

জনতা ব্যাংকে, চট্টগ্রাম দেওয়ানহাট শাখার কর্মকর্তা মাসুদ পারভেজ একুশে টেলিভিশনকে জানান, আমিন রসুল সকালে প্রাতঃভ্রমণ শেষ করে বাসায় ফেরার পথে টমটমে উঠেন। এরপর তিনি টমটমে থেকে মাথা ঘুরে পড়ে আরেকটি চলন্ত টমটমের উপর পড়ে যান। এবং মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। এরপর তাকে স্থানিয়রা কক্সবাজার হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রেরণ করা হয়। চট্টগ্রাম মেডিকেলে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, প্রয়াত আমিন রসূল সন্দ্বীপ কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম আব্দুল আউয়াল এর তৃতীয় ছেলে। তিনি সরকারি কার্গিল হাই স্কুলের ১৯৯৬ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তিবর্গ ও সংগঠন শোক প্রকাশ করেছেন। ব্যক্তিজীবনে অত্যন্ত সাবলীল ও রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ব্যাংকার আমিন রসুলের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের মাতন চলছে। 

পারিবারিক সুত্রে জানা গেছে, আজ এশার নামাজের পর চট্টগ্রামের হালিশহর কেন্দ্রিয় মসজিদের সামনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামিকাল সকালে তাঁর মরদেহ গ্রামের বাড়ি সন্দ্বীপে নেয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
কেআই//