ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারে রাইসির ভিডিও প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৭ পিএম, ২০ মে ২০২৪ সোমবার

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। তার সাথে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ আরও আটজন সিনিয়র কর্মকর্তা একই ঘটনায় মারা যান।

এই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগের একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। দাবি করা হচ্ছে মৃত্যুর আগে এটিই রাইসির শেষ ভিডিও। যেখানে রাইসিকে হেলিকপ্টারের ভেতরে বসা থাকা অবস্থায় দেখা গেছে। 

এই ভিডিওতে দেখা যায় রাইসি হেলিকপ্টারের জানালা দিয়ে বাইরে দেখছেন। তার আশপাশেই বসা ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ বাকি সিনিয়র কর্মকর্তারা। 

এছাড়াও আরও একটি ভিডিও প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম। তাতে দেখা যায় হেলিকপ্টারে চড়ার প্রায় আধাঘণ্টা আগেও একটি মিটিং করেছেন রাইসি। 

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় প্রায় ১৬ ঘণ্টা পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারটিকে পাহাড়ের চূড়ায় খুঁজে পাওয়া যায়। 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, মানুষের সেবক ইব্রাহিম রাইসি মানুষের সেবা করতে গিয়েই শাহাদাত বরণ করেছেন। ইরানি গণমাধ্যম রাইসির মৃত্যুকে প্রাথমিকভাবে দুর্ঘটনা বলেই আখ্যা দিয়েছে।

সূত্র: এনডিটিভি

কেআই//