ভোট দিতে এসে স্টোক করে মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০২:৩০ পিএম, ২১ মে ২০২৪ মঙ্গলবার
রাজবাড়ী বালিয়াকান্দির নবাবপুরে বড়ই চারা সরকারী প্রাথমকি বিদ্যালয় ভোট দিতে ভোট দিতে এসে স্টোক করে ইউসুফ মন্ডল (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ মন্ডল নবাবপুরের চরদক্ষিণ বাড়ীর হানু মন্ডলের ছেলে।
ভোট কেন্দ্রের ইনচার্জ এএসআই আব্দুর রহমান বলেন, ভোট দিতে এসে হঠাৎ ভোটের মাঠে অসুস্থ হয়ে পড়েন ইউসুফ মন্ডল। পরে স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান।
জানা গেছে, কৃষি বিপণন অধিদফতরে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন ইউসুফ মন্ডল। ডায়াবেটিস ও হার্টের অসুস্থতার কারণে তিনি ৭-৮ মাস আগে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে ঢাকায় একটি বেসরকারি এনজিওতে এবং ছোট ছেলে সেনাবাহিনীতে চাকরি করেন। মেয়ে বিয়ে হয়েছে। বাড়িতে শুধু তিনি ও তার স্ত্রী থাকেন।
এই কেন্দ্রে ভোটার রয়েছে ৩ হাজার ৪৯০ জন।