ঢাকা, শনিবার   ২২ জুন ২০২৪,   আষাঢ় ৮ ১৪৩১

নওগাঁর তিন উপজেলায় সাবেকরা ফের চেয়ারম্যান নির্বাচিত 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৮ এএম, ২২ মে ২০২৪ বুধবার | আপডেট: ১১:৫৪ এএম, ২২ মে ২০২৪ বুধবার

পোরশায় শাহ্ মনজুর মোরশেদ, সাপাহারে শাহাজান হোসেন, নিয়ামতপুরে ফরিদ আহমেদ বিজয়ী

পোরশায় শাহ্ মনজুর মোরশেদ, সাপাহারে শাহাজান হোসেন, নিয়ামতপুরে ফরিদ আহমেদ বিজয়ী

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নওগাঁর তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুরে সাবেক তিনজন চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে মঙ্গলবার রাতে স্ব স্ব সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভোটের ফলাফল ঘোষণা করেন। 

প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে নওগাঁর সাপাহারে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহাজান হোসেন মণ্ডল। তিনি আনারস প্রতীকে ৩৯ হাজার ৯৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৫২৭ ভোট।

পোরশায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শাহ্ মনজুর মোরশেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। তিনি কাপ পিরিচ প্রতীকে ২৬ হাজার ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা ঘোড়া প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৪৭৯ ভোট।

নিয়ামতপুরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে ৪৪ হাজার ৭০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৩৩৯ ভোট।
 
তারা তিনজনই উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। ওই তিনজনেই আবার নির্বাচিত হয়েছেন। ফলে তাদের দখলেই থাকল উপজেলা পরিষদের চেয়ার। ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন অফিসার তারিফুজ্জামান। 

এর আগে মঙ্গলবার সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত জেলার সাপাহার, পোরশা এবং নিয়ামতপুরে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিকে, সাপাহার উপজেলায় ভোট পড়েছে ৫৬ দশমিক ৫৫ শতাংশ, পোরশা উপজেলায় ৬৫ দশমিক ৫৭ শতাংশ এবং নিয়ামতপুর উপজেলায় ৪৯ দশমিক ৫০ শতাংশ। এ তথ্য মিডিয়া সেলের মাধ্যমে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা।

এএইচ