ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

হয়ে গেলো কবি রাম চন্দ্রের গান-কবিতা নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩ এএম, ২২ মে ২০২৪ বুধবার | আপডেট: ০১:৩৪ পিএম, ২২ মে ২০২৪ বুধবার

রাজধানীতে হয়ে গেলো কবি রাম চন্দ্র দাশের লেখা গান ও কবিতা নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক সংগঠন বৈঠকের আয়োজনে ‘জীবনের জলসাঘরে’ শিরোনামে এই অনুষ্ঠানে নিজের লেখা গান ও আবৃত্তি পরিবেশন করেন কবি রাম চন্দ্র দাস। রাম চন্দ্র দাসের কবিতা ও পুথি পাঠ করেন এছাড়াও বৈঠকের প্রতিষ্ঠাতা হাসান মাহাদী।

সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়, ম হামীদসহ বিশিষ্টজনেরা। 

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন অতিথিরা।

এএইচ