ঢাকা, শনিবার   ২২ জুন ২০২৪,   আষাঢ় ৮ ১৪৩১

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করলেন ঋষি সুনাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫ পিএম, ২২ মে ২০২৪ বুধবার

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে। দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত পাঁচ বছর যুক্তরাজ্যকে সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে পার করতে হয়েছে উল্লেখ করে সুনাক বলেন, তিনি সেই চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে লড়াই করেছেন এবং এটি তাকে ব্রিটিশ হিসেবে গর্বিত করেছে।

এসব চ্যালেঞ্জের কারণ হিসেবে তিনি কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করে বলেন, ইউক্রেনের যুদ্ধ বিশ্ব নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। 

যুক্তরাজ্যের অর্থনীতি এখনও ঘুরে দাঁড়াচ্ছে এবং মুদ্রাস্ফীতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে উল্লেখ করে সুনাক বলেন, তিনি ক্ষমতায় থাকাকালীন সবকিছু ঠিকঠাক ছিল বলে দাবি করতে পারেন না এবং তা করবেনও না। তবে, তিনি যা অর্জন করেছেন, তা নিয়ে তিনি গর্বিত।

সুনাক বলেন, আসন্ন নির্বাচনে আবারও নির্বাচিত হলে তিনি প্রমাণ করবেন, তার নেতৃত্বে রক্ষণশীল সরকার যুক্তরাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলবে না। তবে তিনি স্বীকার করেছেন, বর্তমান পরিস্থিতি অনেক লোকের পক্ষে মোকাবিলা করা সহজ নয়।

কেআই//