শুক্রবারে নিউ ইয়র্কে শুরু হচ্ছে ৪ দিনের বাংলা বইমেলা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার
চারদিনব্যাপী নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৪ মে শুক্রবার। বাংলা ও পশ্চিম বাংলার বাইরে বাংলা বই, ভাষা ও সংস্কৃতির বৃহত্তম এই বইমেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের লেখক ও সাহিত্যামোদীরা অংশ নিবেন। ৪০-টি প্রকাশনা জানা প্রায় ১০,০০০ নতুন বই নিয়ে উপস্থিত থাকবে ৩৩ তম এই আয়োজনে । লেখক, অতিথি ও প্রকাশকদের অধিকাংশ ইতিমধ্যে নিউইয়র্ক এসে পৌঁছেছেন। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই বইমেলা বসবে বাঙালি অধ্যুষিত কুইন্সের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে।
৩৩ তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস বলেন, বাংলা একাডেমীর মতো ভবনের সম্মুখস্থ সুবিশাল চত্বরে নির্মিত হয়েছে বই বিক্রয়ের জন্য সব স্টল। সঙ্গে থাকছে একটি শিশু মঞ্চ ও লেখক কুঞ্জ। উদ্বোধনী দিন মূল অনুষ্ঠানের আগে থাকবে উন্মুক্ত মঞ্চে একটি কনসার্ট। নিউ ইয়র্কের খ্যাতনামা শিল্পী তাজুল ইমামের পরিকল্পনায় ও পরিচালনায় সন্ধ্যায় গানের এই আসরে অংশ নেবে নিউইয়র্কের একাধিক সাংস্কৃতিক সংগঠন।
মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, বিশ্বজিত সাহা বলেন, এবছরের বইমেলার একটি উল্লেখযোগ্য সংযোজন ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরের সৌজন্য জেনোসাইড ’৭১ এই শীর্ষক একটি চিত্র প্রদর্শনী। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাঃ সারোয়ার আলী প্রদর্শনীটি উদ্বোধন করতে ইতিমধ্যেই নিউ ইয়র্কে পৌঁছেছেন। জেনোসাইড এখনো কেন আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, এই শীর্ষক একটি সেমিনারও থাকছে অনুষ্ঠানসূচিতে।
বিশ্বজিত সাহা আরো বলেন, রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা মেলার তৃতীয় দিন, অর্থাৎ রবিবার, একক সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানের শেষদিন, অর্থাৎ সোমবার, থাকবে দিনব্যাপী শিশু-কিশোর-যুবা উৎসব, তারুণ্যের উল্লাস। নিউ ইয়র্ক বইমেলার অন্যতম আকর্ষণ মুক্তধারা/জি এফ বি সাহিত্য পুরষ্কার সহ আরো বেশ কয়েকটি পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে।