ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪,   আষাঢ় ১২ ১৪৩১

জাভি বরখাস্ত, বার্সেলোনার নতুন কোচ হানসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২৫ মে ২০২৪ শনিবার

চুক্তি নবায়নের এক মাসের মধ্যে জাভি হার্নান্দেস বরখাস্ত করলো বার্সেলোনা। তার জায়গায় হানসি ফ্লিককে নিয়োগ দিয়েছে কাতালান দলটি।

গত জানুয়ারিতে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি। তবে এপ্রিলে ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার জোরাজুরিতে আগের সিদ্ধান্ত বদলান। ঘোষণা দেন আরও এক মৌসুম কাতালান ডাগআউটে থেকে যাওয়ার। 

তবে তিন সপ্তাহ যেতেই বরখাস্ত করা হলো জাভিকে। সম্প্রতি ক্লাবের আর্থিক সংকট নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েন তিনি। 

এ ঘোষণার কিছু সময়ের মধ্যেই পরবর্তী কোচ খুঁজে নিয়েছে বার্সেলোনা। বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো কোচ হানসি ফ্লিককে ২ বছরের জন্য ডাগ আউটের দায়িত্ব দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

এএইচ