দেশের বাজারে ‘ওমোডা’ ও ‘জায়কো’র তিন গাড়ি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২৫ মে ২০২৪ শনিবার
১৭তম ঢাকা মোটর শো ২০২৪-এ গ্লোবাল ব্র্যান্ড ‘ওমোডা’ ও ‘জায়কো’র তিনটি নতুন ও অত্যাধুনিক মডেলের গাড়ি উন্মোচন করেছে এশিয়ান মোটরস্পেক্স লিমিটেড। মডেল তিনটি হলো; জায়কো জে-সেভেন, ওমোডা সি-ফাইভ, এবং ওমোডা ই-ফাইভ।
এসইউভি সেগমেন্টের নতুন গাড়ি তিনটি অত্যাধুনিক ফিচারস, আকর্ষনীয় ডিজাইন ও নানন্দিক উপস্থাপনের কারণে উন্মোচনের পরপরই সবার নজর কেড়ে নেয়।
মোটর শো-তে এশিয়ান মোটরস্পেক্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাফসান সাবাব, হামজা খান সায়ান, সম্পদ, রাকিন আবসার এবং ইশরাত জাহিন আহমেদ সেসময় উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে এশিয়ান মোটরস্পেক্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান বলেন, ‘বিশ্বে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন গাড়ির জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যেখানে বাংলাদেশও পিছিয়ে নেই। তাই বাংলাদেশের গ্রাহকদের জন্য আমরা তিনটি নতুন গাড়ি এনেছি, যেখানে ইলেক্ট্রিক ভেহিকেলও রয়েছে। ১৭তম ঢাকা মোটর শো ২০২৪-এ এই গাড়িগুলো সবার সামনে উন্মোচন করতে পারা সত্যিই আনন্দের। সবার আগ্রহ ও উচ্ছ্বাস দেখে বাংলাদেশে এই ব্র্যান্ডগুলোর সাফল্য নিয়ে আমি ব্যাপক আশাবাদী।’
/আআ/