ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪,   আষাঢ় ১২ ১৪৩১

গুজরাটে গেমিং জোনের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ২৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯ এএম, ২৬ মে ২০২৪ রবিবার

ভারতের গুজরাট রাজ্যের রাজকোটের গেমিং জোনে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হয়েছে।

সংবাদমাধ্যমগুলো বলছে, মৃতদের মধ্যে রয়েছে একাধিক শিশু। গেল রাত থেকে দাউ দাউ করে জ্বলতে দেখা যায় রাজকোটের টিআরপি গেমিং জোনকে। 

উদ্ধারকাজ শুরু হলে ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা। পুলিশ বলছে, মৃতদেহগুলো এতটাই বিকৃত হয়ে গিয়েছে যে শনাক্ত করাই কঠিন। 

যদিও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধান করতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বিশেষ তদন্তকারী দল গঠন করার নির্দেশ দিয়েছেন।

রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভারগভ বলেছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে উদ্ধার অভিযান এখনও চলছে। এখন পর্যন্ত প্রায় ২৫টি মৃতদেহ উদ্ধার হয়েছে। সেগুলো হাসপাতালে পাঠনো হয়েছে। তদন্ত চলছে। যুবরাজ সিং সোলাঙ্কি নামে এক ব্যক্তি ওই গেমিং জোনের মালিক। আমরা অবহেলার দায়ে মৃত্যুর অভিযোগে একটি মামলা দায়ের করেছি।

এ ঘটনায় শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিকে, রাজ্য সরকার থেকে নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য চার লাখ রুপি এবং আহত প্রত্যেকের পরিবারের জন্য ৫০ হাজার রুপি সাহায্য প্রদাণের ঘোষণা দেওয়া হয়েছে।

এএইচ