রায়পুরে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে নিহত ২
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত : ১০:৩৯ এএম, ২৭ মে ২০২৪ সোমবার
লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে জমে থাকা গ্যাসে দম বন্ধ হয়ে দু’জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২৬ মে) বিকালে রায়পুর পৌর শহরের ফারুকীয়া মাদ্রাসার সামনে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে নিহত হয় তারা।
নিহত দুজন ছাড়াও ঘটনাস্থল থেকে সাকিব হোসেন (২৩) নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত দুই যুবক কাদের হোসেন (২১) ও রবিন হোসেন (২৮)। এরমধ্যে কাদের একই এলাকার খোরশেদ আলমের পুত্র এবং রবিন রিকশাচালক জাকির হোসেনের পুত্র।
জানা যায়, সোহেল কন্ট্রাক্টর নামের একজনের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য তাদেরকে চুক্তিতে ডেকে নেয়া হয়। কিন্তু ট্যাংকে নামার পর তারা আটকা পড়ে। এ অবস্থায় ভবন মালিক ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে লাশগুলো উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাঙ্কে জমে থাকা গ্যাসে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনার পর তারা খবর পেয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মৃত ঘোষণা করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন বলেন, ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে ও একজন আহত হয়েছে। বিস্তারিত তথ্য নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ