ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪,   আষাঢ় ১২ ১৪৩১

রেমালের প্রভাবে আজ অব্যাহত থাকবে বৃষ্টিপাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ২৭ মে ২০২৪ সোমবার

 ঘূর্ণীঝড়  রেমাল উপকূলীয় অঞ্চলে আঘাত হানার পর এটি বর্তমানে গভীর নি¤œচাপে পরিণত হয়েছে। আর এর প্রভাবে সারা দেশে আজ সোমবার দিনে ও রাতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামীকাল মঙ্গলবার দেশের দু’এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস বাসস’কে জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণীঝড় ‘রেমাল’ উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করেছে। এটি দুর্বল হয়ে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নি¤œচাপ হিসাবে অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশঃ বৃষ্টিপাতা ঘটিয়ে দুর্বল হয়ে স্থল নি¤œচাপে পরিণত হতে পারে।

আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোনায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সোমবার সর্বনি¤œ তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল কুতুবদিয়ায় ১২৫ মিলিমিটার।

ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে- যা অস্থায়ীভাবে দমকায় ঘন্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
আজ সোমবার ঢাকায় সূর্যাস্ত ৬টা ৪০ মিটিটে এবং আগামীকাল মঙ্গলবার ঢাকায় সুর্যোদয় ৫টা ১২ মিনিটে।

কেআই//