কুষ্টিয়ায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু
খোকসা প্রতিনিধি
প্রকাশিত : ০৯:২৭ পিএম, ২৯ মে ২০২৪ বুধবার
কুষ্টিয়া খোকসায় সাপের কামড়ে কৃষক দুলাল চন্দ্র বিশ্বাস (৫৫) মৃত্যু হয়েছে । হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বাড়ির পাশে মাঠে ঘাস কাটা অবস্থায় দুলাল চন্দ্র বিশ্বাস কে সাপে দংশন করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসা হয়।
জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মাহমুদুল হাসান সাপে কাটার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য রোগীর রক্ত পরীক্ষা করেন। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষধর সাপের টিকা এন্টিভেনাম থাকলেও চিকিৎসা না দেওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয় । কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগীটি মারা যায় । এন্টিভেনাম থাকলেও গাফিলতির কারণে খোকসা হাসপাতালে দীর্ঘদিন সাপে কামড় দেয়া রোগীদের কুষ্টিয়া এবং ফরিদপুর হাসপাতালে পাঠানো হয় । অব্যবস্থাপনার কারণে যথাসময়ে ডাক্তার না পাওয়ায় রোগীরা বেশিরভাগই হাসপাতাল বিমুখ হয়ে পড়েছে ।