ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

আ.লীগ নেতাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে আহত কলেজছাত্র

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০২:৪০ পিএম, ১ জুন ২০২৪ শনিবার

সিরাজগঞ্জের বেলকুচিতে শওকত আলী নামে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই নেতা অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হয়েছে এক কলেজছাত্র। 

শুক্রবার রাত পৌনে বারটার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর এলাকায় ঘটনাটি ঘটে। 

গুলিবিদ্ধ আল আমিন স্থানীয় যমুনা ডিগ্রি কলেজের এইচএসসি’র ছাত্র।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, শুক্রবার রাত পৌনে বারটার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর বাজারে নিজ বাড়ির সামনে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শওকত আলী। অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে আসা তিন তরুণকে দেখে সন্দেহ হলে দোকানে প্রবেশ করেন শওকত। এসময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় ওই তরুণরা। 

গুলিটি গিয়ে লাগে দোকানে উপস্থিত কলেজছাত্র আল আমিনের পায়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। 

এএইচ