দোষী সাব্যস্ত হলে বেনজীরকে দেশে ফিরতেই হবে: কাদের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:২৪ পিএম, ২ জুন ২০২৪ রবিবার
দুর্নীতিতে অভিযুক্ত বেনজীর বিদেশে থাকলেও বিচার চলবে, দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে। সরকার কোনো ছাড় দেবে না বলে সাফ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এদেশে ৭৫ পরবর্তীকালে কোন শাসক ও সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সৎ সাহস দেখাতে পারেনি। শেখ হাসিনার সরকার সেটা দেখিয়েছে।
এসময় সাবেক আইজিপি বেনজীর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। বেনজীর বিদেশে থাকলেও বিচার চলবে, আর দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে। সরকারের দুর্নীতিবিরোধী যেসব সংস্থা আছে তাদের কোন ব্যর্থতা থাকলে তারও বিচার হবে।
সরকারি সহায়তায় বেনজীর বিদেশে পালিয়েছে এমন মন্তব্য করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কড়া সমালোচনাও করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, তারা ক্ষমতায় এলে তাদের নেতারা অবৈধভাবে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠে। এটা দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত সত্য। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায়। পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতির মহোৎসব শুরু হয় বিএনপির আমলে। আমাদের সরকারপ্রধান দুর্নীতিকে প্রশ্রয় দেন এমন অভিযোগ কেউ করতে পারবে না। তিনি সৎ জীবন যাপন করেন। বিদেশে টাকা পাঠানোর সংস্কৃতি বিএনপি আমলে শুরু হয়। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতি-অর্থপাচার প্রাতিষ্ঠানিক রূপ পায়। সেই পাচার করা অর্থ দিয়ে এখন বিদেশে বিলাসী জীবন যাপন করছেন তারেক রহমান।
বিএনপি কখনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিএনপির গঠনতন্ত্রে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ধারা বাদ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খানসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা।
এএইচ