ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নটর ডেম কলেজে অষ্টম জাতীয় ইংলিশ কার্নিভাল আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৪ পিএম, ২ জুন ২০২৪ রবিবার | আপডেট: ০৫:২২ পিএম, ২ জুন ২০২৪ রবিবার

'সৃজনশীল অনুপ্রেরণাকে আয়ত্ত্ব করার অভিযাত্রা'-কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে সমাপ্ত হলো নটর ডেম ইংলিশ ক্লাব আয়োজিত ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ৮ম জাতীয় ইংলিশ কার্নিভ্যাল ২০২৪। অনুষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বর্ণিল হয়েছিল, যারা ইংলিশ অলিম্পিয়াড, শুদ্ধ বানান, দেয়াল পত্রিকা, দলগত কুইজ, উপস্থিত বক্তৃতা, শব্দ নিয়ে খেলা সহ মোট ১৫টি আকর্ষণীয় প্রতিযোগীতার মাধ্যমে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সাথে নিজের মেধাযাচাই এবং সমগ্র দেশের সামনে নিজের শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। প্রতিযোগিতাগুলো ছিল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য।

উদ্ভোধনী অনুষ্ঠানটি শুরু হয় ২৩ মে ২০২৪ (বৃহস্পতিবার) দুপুর ২টায় এবং উদ্ভোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনুষদের সভাপতি জেরিন আলম। 

এছাড়া আরও ছিলেন ক্লাব মডারেটর সুরঞ্জিতা বড়ুয়া ও কো-মডারেটর হুমায়ুন কবির এবং নটরডেম কলেজ এর অধ্যক্ষ ও ক্লাব আহবায়ক ড.
ফাদার হেমান্ত পিউস রোজারিও, সিএসসিসহ অতিথি ও প্রতিযোগিবৃন্দ। সেই সাথে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্লাবের বার্ষিক ম্যাগাজিন “দ্যা গ্লোয়িং উইক” এর মোড়ক উন্মোচিত করার মাধ্যমে প্রথম দিনের উদ্ভোধন অনুষ্ঠান পরিসমাপ্তি করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২৪ মে ছিল প্রতিযোগিতার আবেশে ভরপুর। সকাল ৮টায় উপস্থিতি নেয়া থেকে শুরু করে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সমগ্র নটর ডেম ক্যাম্পাস ছিল রমরমা। এদিন অনুষ্ঠিত হয় সাহিত্য কুইজ, শুদ্ধ বানান প্রতিযোগিতা প্রাথমিক এবং চূড়ান্ত ধাপ, উপস্থিত বক্তৃতা(ইংরেজি), স্কুল ও কলেজ পর্যায়ের পপ কালচার কুইজের মতো আকর্ষণীয় সব প্রতিযোগিতা। 

এছাড়াও, এবছরের নতুন সংযোজন শারলক হোমস কুইজ এই দিনই আয়োজিত হয়। এরপরই মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে বিরতি দেওয়া হয়। বিকাল বেলায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এবং আয়োজন শুদ্ধ বানান প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয় দ্বিতীয় দিনের উচ্ছ্বাসিত প্রতিযোগিতা। ২৫ মে ছিল চূড়ান্ত দিন। এদিনও শব্দ নিয়ে খেলা, দলগত কুইজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের পপ কালচার কুইজসহ বেশ কিছুপ্রতিযোগিতার আয়োজন ছিল। এদিন বিকেল সাড়ে ৪টায় শুরু হয় সমাপনি অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মাদ খুরশিদ আলম। তাকে স্বাগত জানান অত্র কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমান্ত পিউস রোজারিও, সিএসসি। তারপরই শুরু হয় বিজয়ীদের নাম ঘোষণা এবং পুরস্কার বিতরণী পর্ব। সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। তারপর ক্লাব মডারেটর কর্তৃক নটর ডেম ইংলিশ ক্লাবের ১৮তম কার্যনির্বাহী সদস্যদের নাম ঘোষণা করা হয়।

প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য পেশ করেন এবং সকলের উদ্দ্যেশ্যে তিনি বলেন, “নটরডেম ইংলিশ ক্লাব এর মতো ক্লাব প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকা জরুরি। এর মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষ জনশক্তিতে পরিণত হওয়ার সুযোগ পায়, যা তাদের ভবিষ্যৎ জীবনকে সহজ করে তুলবে প্রতিটা ক্ষেত্রে।

তিনি আরও বলেন, পাঠ্যবই এর শিক্ষার পাশাপাশি সহশিক্ষা শিক্ষার্থীদের সৃজনশীল ও প্রতিভাবান করে তোলে।” সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে দেশের বৃহত্তম ইংলিশ কার্নিভ্যালের। তিনদিনের এই কার্নিভ্যালে অংশগ্রহণকারীদের উপস্থতিতে পুরো নটর ডেম ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে উঠেছিল।

সকল অংশগ্রহণকারী উক্ত কার্নিভ্যালে অংশগ্রহণ করতে পেরে আনন্দে মেতে উঠছিলেন এবং তাদের বিভিন্ন প্রতিভা প্রদর্শনের মাধ্যমে অনেক অভিজ্ঞতা অর্জন করেন, যা তাদেরকে ইংরেজি শেখার প্রতি আরও অনুপ্রাণিত করেছে। এর পাশাপাশি, মজাদার এবং চ্যালেঞ্জিং কার্যক্রমগুলো তাদের দক্ষতা উন্নত করতে সাহায্য করেছে এবং তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে আয়োজকমন্ডলী আশাবাদী।
কেআই//