ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

‘অপরাধের গতিপ্রকৃতি জানা এবং নিয়ন্ত্রণের জন্য গবেষণাকে অগ্রাধিকার দিতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২০ পিএম, ২ জুন ২০২৪ রবিবার | আপডেট: ০৬:২৪ পিএম, ২ জুন ২০২৪ রবিবার

আধুনিক বিশ্বে প্রযুক্তির উৎকর্ষ সাধনের ফলে মানুষ প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। আমাদের দৈনন্দিন সব কাজই কোনো না কোনোভাবে তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। এখন মানুষ খুব সহজে সেকেন্ডের মধ্যে বিশ্বের যে কোন জায়গায় ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হতে পারছে।এতে করে মানুষ যেমন সুবিধা ভোগ করছে, তেমনি কিছু ঝুঁকিও থেকে যাচ্ছে। সাইবার স্পেস ব্যবহার করে অপরাধীরা অনলাইন গেমলিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS), ডিজিটাল মূদ্রা ইত্যাদি ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রুপান্তর করছে।

এ সকল অপরাধ নিয়ন্ত্রণে সিআইডি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় Challenges of Controlling Illegal Money Transfer & Online Gambling বিষয়ে গবেষণা কার্যক্রম সম্পন্ন করেছে CID। আজ ২ জুন সিআইডি সদর দপ্তরের কনফারেন্স রুমে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত গবেষণার ফাইন্ডিংস প্রকাশ এবং CID Records & Archives Policy ও Seminar Report on Student Engagement to Combat Cybercrime বিষয়ক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাইনুল হাসান, পিপিএম, এনডিসি, ডিআইজি, এইচআরএম।অনুষ্ঠানটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর হায়দার চৌধুরী, অতিরিক্ত ডিআইজি, প্রশাসন এবং মডারেটর ছিলেন প্রফেসর ড. খান সরফরাজ আলী, পিএইচডি, এমফিল, ট্রেনিং এন্ড রিসার্চ স্পেশালিস্ট।

প্রধান অতিথির বক্তব্যে সিআইডি প্রধান বলেন, অপরাধের গতিপ্রকৃতি জানা এবং নিয়ন্ত্রণের জন্য গবেষণাকে অগ্রাধিকার দিতে হবে। তিনি আরো বলেন, মানিলন্ডারিং রোধে জনসচেতনতা সৃষ্টির জন্য CID, MFS, BTRC এবং BFIU সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে নিয়মিত কর্মশালার আয়োজন করতে হবে। CID Records & Archives Policy বইয়ের মোড়ক উন্মোচন কালে সিআইডি প্রধান বলেন,সিআইডির বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেমন, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ মামলা (বঙ্গবন্ধু হত্যা মামলা, বিডিআর বিদ্রোহ মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা ইত্যাদি) সংগ্রহ ও সংরক্ষণে সহায়ক হিসেবে আর্কাইভ নীতি মালা প্রণয়ন করা হয়েছে যা ভবিষ্যতে গবেষণার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপর তিনি Cybercrime সম্পর্কে সচেতনতার জন্য সরকারী- বেসরকারী ৮টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত দিনব্যাপী সেমিনার বিষয়ক “Seminar Report on Student Engagement to Combat Cybercrime” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ এবং সিআইডির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কেআই//