ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮ এএম, ৩ জুন ২০২৪ সোমবার

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৯। তবে এতে সুনামির কোন আশংকা নেই।

সোমবার জাপানের আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে।

অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, স্থানীয় সময় সোমবার ৬টা ৩১ মিনিটে নোটো উপদ্বীপ ভূমিকম্পে কেঁপে ওঠে। এতে তিনটি বাড়ি ধসে পড়ে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, এলাকাটি গত তিন বছর ধরে সক্রিয় ভূমিকম্পপ্রবণ হয়ে আছে। চলতি বছরের পহেলা জানুয়ারি এ এলাকায় ৭.৬ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। এটি অদূর ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। সুতরাং সতর্ক থাকতে হবে।

সংস্থাটি একইসঙ্গে বিশেষ করে বৃষ্টি ও আবারও ভূমিকম্প হলে ভূমিধস এবং পাথরধসের বিষয়েও সতর্ক করেছে।

উল্লেখ্য, বছরের প্রথমদিনে ভূমিকম্পে দেশটিতে অন্তত ২৬০ ব্যক্তি প্রাণ হারিয়েছিল। সোমবারের এ ভূমিকম্পটি পহেলা জানুয়ারির ভূমিকম্পের সাথে সম্পর্কিত বলে আবহাওয়া সংস্থাটি জানিয়েছে।

এএইচ