ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সিলেট নগরে বন্যা পরিস্থিতির অবনতি

সিলেট প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১৯ পিএম, ৩ জুন ২০২৪ সোমবার

টানা বর্ষণে সিলেট নগরীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমার পানি উপছে তলিয়ে গেছে নদী তীরের বেশিরভাগ এলাকা। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে সোমবার সকাল ৯টা পর্যন্ত সিলেটে ২৭ ঘন্টায় ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

সিলেট নগরীর উপশহর, যতরপুর, মেন্দিবাগ, জামতলা, তালতলা, শেখঘাট, কলাপাড়া মজুমদার পাড়া লালদীঘির পাড়সহ অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে।

হঠাৎ বাসাবাড়িতে পানি প্রবেশ করায় ভোগান্তিতে পড়েছেন নগরের বাসিন্দারা।

সুরমা নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বেড়ে যাওয়ার কারণে নদী তীরবর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

এখনও পানিবন্দি অবস্থায় আছেন সিলেটের সীমান্তবর্তী সাত উপজেলার কয়েক লাখ মানুষ। 

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ডুবেছে ফসলের ক্ষেত। ফলে গোয়াইঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার কৃষকদের ৯৬ কোটি ২৯ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। 

এএইচ