স্ত্রীর অশ্লীল ছবি ছড়ানোয় স্বামী-দেবরের বিরুদ্ধে মামলা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১০:১১ এএম, ৪ জুন ২০২৪ মঙ্গলবার | আপডেট: ১০:১৪ এএম, ৪ জুন ২০২৪ মঙ্গলবার
স্ত্রীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়ানোর অভিযোগে রাজবাড়ী থানায় প্রবাসী স্বামী ও স্বামীর মামাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামার প্রেক্ষিতে মামাতো দেবর মোঃ রুহুল (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রুহুল রাজবাড়ী জেলা শহরের ধুনচি গোদার বাজার গ্রামের মোঃ ছমিরের ছেলে।
মামলার বাদী গৃহবধূ (১৮) জানান, তার স্বামী (২৮) প্রবাসে থাকেন। যে কারণে ফেসবুকের ম্যাসেঞ্জারের মাধ্যমে স্বামীর সাথে অডিও এবং ভিডিও কলে তিনি কথা বলতেন। অসতর্ক অবস্থায় তার স্বামী কিছু অশ্লিল ছবি রেকর্ড করেন। সম্প্রতি স্বামীর সাথে বিরোধ শুরু হয় তার। এক পর্যায়ে আপত্তিকর ছবি ও ভিডিওগুলো তার প্রবাসী স্বামী মামাতো দেবর রুহুলকে প্রদান করেন।
গৃহবধূ আরও জানান, রুহুল ওইসব ভিডিও একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে তা প্রচার করেন। গত ১৪ মে তিনি ওই সব ভিডিও দেখতে পান। পরবর্তীতে রুহুল তাকে কু-প্রস্তাব দেয় তাতে তিনি রাজি না হলে ওই সব ভিডিও ভাইরাল করে দেবার হুমকিও প্রদান করে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই আবুল কালাম আজাদ জানান, এ মামলার ১নং আসামি রুহুলকে গ্রেপ্তার করা হয়েছে।
এএইচ