হামাসের হাতে জিম্মি আরও ৪ জনের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৪ জুন ২০২৪ মঙ্গলবার
ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে জিম্মি থাকা আরও চার ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এই চারজনের মৃত্যু হয়। বর্তমানে তাদের মরদেহ হামাসের জিম্মায় আছে বলে দাবি করা হচ্ছে।
এদিকে, ইসরাইলি সামরিক অভিযানের কারণে গাজার দক্ষিণের শহর রাফাহ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ।
রাফার বেসামরিকদের প্রায় ২০ কিলোমিটার দূরের একটি সম্প্রসারিত মানবিক অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।
এএইচ