ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নিখোঁজ আবুল কাশেমের সন্ধান চায় পরিবার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ৪ জুন ২০২৪ মঙ্গলবার | আপডেট: ০৫:৪২ পিএম, ৪ জুন ২০২৪ মঙ্গলবার

আবুল কাশেম এর সন্ধান চায় পরিবার। গত দুইদিন ধরে নিখোঁজ ব্যক্তির চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই তার অসহায় পরিবারের। গত ২ জুন ঢাকার গুলিস্তান ট্রেড মার্কেট এর সামনে থেকে তিনি হারিয়ে গেছেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

হারিয়ে যাওয়া ব্যক্তির পড়নে ছিল সাদা পাঞ্জাবি, লুঙ্গি ও মাথায় টুপি। তিনি মানসিকভাবে সুস্থ। তিনি বাড়ি চলে আসার সক্ষমতা রাখেন এবং এই মর্মে আজ পল্টন থানায় নিখোঁজ ব্যক্তির পরিবার একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

জানা গেছে, গত ২ জুন রোববার নিখোঁজ ব্যক্তি 'আবুল কাশেম' তার ছেলে রফিকুল ইসলাম এর সাথে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে যান। সেখানে কার্যক্রম শেষ করার পর পুনরায় গ্রামের বাড়ি যাবার পথে ঢাকার গুলিস্তান ট্রেড মার্কেট (আহাদ পুলিশ বক্স এর বিপরীতে) এর সামনে অবস্থান করছিলেন। তাঁর ছেলে রফিকুল ইসলাম জরুরি প্রয়োজনে বায়তুল মোকাররম এর সামনে কাজে যান এবং পিতাকে মার্কেট এর সামনে রেখে যান। দশ মিনিট পর তিনি পুনরায় সে জায়গায় জায়গায় গিয়ে তার পিতাকে আর খুজে পাননি। 

আবুল কাশেম এর বাড়ি ব্রাম্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শাহবাজপুর গ্রামের সরকার বাড়ি। কোন হৃদয়বান ব্যক্তি যদি সন্ধান পান তাহলে ০১৭২৬৭৮১৯১৩ এই নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।  
কেআই//